উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
১৬ নভেম্বর ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
মেসেঞ্জারের নোট-সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ ৬০ অক্ষরের মধ্যে সংক্ষিপ্ত বার্তা যুক্ত করা যায়। প্রোফাইল ছবির ওপর বার্তাটি দেখা যাওয়ায় চ্যাট বক্সে প্রবেশ না করেই তা জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। আর তাই নোট-সুবিধার মাধ্যমে সহজেই সংক্ষিপ্ত পরিচিতি বা নিজের অনুভূতি অন্যদের জানানো সম্ভব। গত সেপ্টেম্বরে উন্মুক্ত করা হলেও বাংলাদেশে সম্প্রতি নোট-সুবিধা চালু হয়েছে। জেনে নেওয়া যাক নতুন এই নোট-সুবিধা ব্যবহারের পদ্ধতি কেমন।
নোট-সুবিধা ব্যবহারের জন্য প্রথমেই মেসেঞ্জারে প্রোফাইল ছবির কোনায় থাকা ' প্লাস ' আইকনে ট্যাপ করুন। তারপর পরের পৃষ্ঠায় থাকা ' শেয়ার ইয়োর থটস ' বক্সে ৬০ অক্ষরের মধ্যে আপনার বার্তা লিখুন। এবার ডান দিকে থাকা শেয়ার বাটনে ট্যাপ করলেই বার্তাটি প্রোফাইল ছবির ওপর দেখতে পারবেন।
মজার বিষয় হল মেসেঞ্জার নোট ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়ের আগেও বার্তা মুছে ফেলতে পারেন। নোট মুছে ফেলার জন্য প্রথমে মেসেঞ্জারে প্রোফাইল ছবির কোনায় থাকা ' নোট ' অপশন ট্যাপ করতে হবে। এরপর ' ডিলিট নোট ' নির্বাচন করে ' রিমুভ ' বাটনে ট্যাপ করতে হবে।