শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

গভর্নিং বডির সদস্য হলেন ইঞ্জিনিয়ার রাশেদ


১৬ নভেম্বর ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ 

গভর্নিং বডির সদস্য হলেন ইঞ্জিনিয়ার রাশেদ

গভর্নিং বডির সদস্য | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর ধানখালী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলেন পাঁচ জুনিয়া গ্রামের কৃতি সন্তান শিক্ষানুরাগী, সফল উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ মৃধা। তিনি উক্ত কলেজের জমি দাতার সন্তান।

কলেজ পরিচালনা কমিটির নতুন এই সদস্য স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়ও বটে। পেশাগত জীবনে ব্যবসায়ী হলেও সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন তিনি।

রাশেদ মৃধা বলেন, পিতার মতো সমাজের সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। অন্যদের মত কোন ব্যক্তিগত চাহিদা থেকে পরিচালনা কমিটিতে যুক্ত হয়নি। আমার লক্ষ্য কলেজের শিক্ষার মান বৃদ্ধি করা। পাশাপাশি ধানখালী ডিগ্রি কলেজের সভাপতি মহোদয়, অধ্যক্ষ মহোদয় সহ সংশ্লিষ্ট সকল শিক্ষকদের সাথে নিয়ে ধানখালী ডিগ্রি কলেজকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব।

এ সময় তিনি আরো বলেন, বাল্যবিবাহ ও মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত তরুণরা যাতে কর্মমুখী হয় সেজন্য কাজ করবো আমি।

এছাড়াও ইঞ্জিনিয়ার রাশেদ আজকের প্রসঙ্গের সাথে একান্ত আলাপকালে বলেন, ধানখালীতে তার বাবার নামে একটি মেডিকেল করার চিন্তা করছেন তিনি। খুব শীঘ্রই হয়তো এই মেডিকেলের কার্যক্রম শুরু হবে।