
খুকৃবি গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের দায়িত্বে সহকারী অধ্যাপক শরিফুল ও শিক্ষার্থী শাহীন
১৪ নভেম্বর ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার ইসলামপুর মোড়ে ভটভটির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদশী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সাড়ে ৮ টায় ক্ষেতলাল পৌরসভার পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে খলিলুর রহমান পচাঁ (৪২) প্রতি দিনের ন্যায় অটোভ্যান নিয়ে বেড়িয়ে যায়।
নিহত ভ্যান চালক একজন মহিলা যাত্রী নিয়ে ক্ষেতলাল বটতলী রোর্ডের ইসলামপুর মোড়ে এলে মোলামগাড়ীহাট থেকে আসা গরু বোঝায় একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে গুরুত্বর আহত হয় যাত্রী ও ভ্যান চালক। প্রত্যক্ষ্যদশীরা ভ্যানে থাকা যাত্রী ও চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালকের মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গরু বোঝায় ভটভটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ভটভটি চালককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।