রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২


১৪ নভেম্বর ২০২৩, ৪:২০ অপরাহ্ণ 

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া দুজন আহত হয়েছেন। কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুফিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার সুফিয়া রোডে একটি গাছবাহী পিকআপ ও দুটি বেকারি পণ্যবাহী ভ্যানগাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ও ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। 

নিহতরা হলেন—ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৪২)। ইকবাল হোসেন মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানচালক। অপর নিহত মো. ফরিদের বাড়ি তালপাড়ায়।

আহত দুজন হলেন—মধ্যম তালবাড়িয়ার মিজান (৪০) ও শহীদ (৪০)।

হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সোহেল বলেন, ৯৯৯ নম্বরে তথ্য পেয়ে ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, পিকআপ ভ্যান ও ভ্যান গাড়িকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন নিহত এবং আরও দুজনকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।