সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

ভাসমান পেয়ারা বাজারে ভ্রাম্যমাণ আদালত


২৯ জুলাই ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ 

ভাসমান পেয়ারা বাজারে ভ্রাম্যমাণ আদালত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঝালকাঠি ভিমরুলি পেয়ারা বাগানে (২৯শে জুলাই) শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের  পক্ষ থেকে নিয়মিতভাবে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। 

চাষীদের সার্বিক নিরাপত্তা, ভাসমান পেয়ারা বাজার ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তিন এক্সিকিউটিভ  নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে আছে। তারা হলেন অংছিং মারমা, মিলন চাকমা ও মং এছেন। এছাড়াও তাদের সাথে আছে ঝালকাঠি পুলিশ বিভাগের ১জন ইন্সপেক্টর, ২জন এসআই, ৩ জন এএসআই সহ মোট ৩২ জন পুলিশ সদস্য। 

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন,ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারে চাষীদের নিরাপত্তা ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম স্যারের নির্দেশনায় এ অভিযানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানো, পর্যটকদের উদ্দেশ্যে বখাটেদের উচ্ছৃঙ্খল ও আপত্তিকর আচরণ এবং যেকোন পরিবেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।