জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
২৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে সব মিথ্যা মামলা ও অবৈধ সরকারের দেওয়া দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়ায় তিন শহীদ পরিবারে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুলু বলেন, ওয়ান-ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে বারবার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতার দাপটে ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে আসামি করে দণ্ড দিয়েছে। অবিলম্বে এই সাজানো রায় আইনগতভাবেই বাতিল করে ১৮ বছর জোর করে দেশের বাইরে রাখা সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিতে হবে।
দুলু আরও বলেন, তারেক রহমানকে দেশে আসতে আইনগতভাবে বাধা দেওয়া হচ্ছে। আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না।
এমএস/২৯/৪