বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

রাজধানীর মিরপুরে বাসে আগুন


১২ নভেম্বর ২০২৩, ২:২৪ অপরাহ্ণ 

রাজধানীর মিরপুরে বাসে আগুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে রাজধানীর মিরপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ গোল চত্ত্বরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সন্দেহজনক একজনকে আটক করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, তারা দুপুর ১টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পায়। মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, গতকাল শনিবার (১১ নভেম্বর) রাত থেকে সকাল ৬টার মধ্যে ৯টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর নটরডেম কলেজের সামনে, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে, গুলিস্তানের স্কয়ার মার্কেট এলাকায়, যাত্রাবাড়ী চৌরাস্তা, মিরপুরের কাফরুল থানার সামনে, সূত্রাপুরে ও রূপনগর থানার সামনে ১টি করে বাসে আগুন দেয়া হয়। এছাড়া বরিশালের বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে ১টি বাসে ও গাজীপুরের জুগিতলায় ১টি পিকআপে আগুন দেয়া হয়েছে।

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন