বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
১১ নভেম্বর ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
জনতার দাবি | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
পটুয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগের সাথে টিকে থাকা তৃর্নমূল পর্যায়ের জনতার দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আভাস ও একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় লালুয়া, চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়ন যুব ফোরাম ও শিশু ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৈহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লালুয়া ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি নবম শ্রেণির ছাত্রী মোসা. জিদনী লিখিত বক্তব্য পাঠ করে। ”জলবায়ু পরিবর্তন ও জলবায়ু সুবিচার” স্লোগানে লিখিত বক্তব্যর ওপর আলোচনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, চম্পাপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি মো. রায়হান. ডালবুগঞ্জ যুব ফোরামের সভাপতি মোসা. মনিরা, চম্পাপুর শিশু ফোরামের সভাপতি মোসা. ফারিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাগর লাগোয়া বেড়িবাধঁ দ্রুত মেরামতের মাধ্যমে কৃষি জমিতে লবন পানি ঠেকানো জরুরি পদক্ষেপ নিতে হবে, বোরো মওসুমে কৃষকদের স্বার্থে সুইজগেট ও খাল এবং কালভার্টের মুখে জাল ফেলে অবৈধ মাছ শিকারীদের মাছ শিকার বন্ধ করতে হবে, প্রতিটি সুইজ ও কালভার্ট রক্ষনাবেক্ষনের জন্য পূর্বের আইন ও ব্যবস্থাপনা অনুযায়ি সরকারি খালাসী নিয়োগ দিতে হবে, ইউনিয়ন পরিষদের সামর্থ বৃদ্ধির জন্য জাতীয় বাজেটের(রাজস্বের) বড় অংশ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের জাতীয় বাজেটের একটা বড় অংশ ইউনিয়ন পরিষদকে দিতে হবে। গ্রামীন জনপদের রাস্তাগুলো পাকা করতে হবে। উল্লেখ্য যে, বর্ষাকালে কোমলমতি শীশুরা যেন নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে এবং অসুস্থ রোগীদেরকে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া সম্ভব হয়।