বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল


demo

২৯ জুলাই ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ 

বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গতকাল নির্দলীয় সরকারের ১ দফা দাবিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে। শুক্রবার দুপুর ২টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়, বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাগণ।

শুক্রবার দুপুরে শুরু হয়েছে এই সমাবেশ কিন্তু সিনিয়র নেতাদের নির্দেশ অমান্য করে কয়েক হাজার নেতাকর্মী বৃহস্পতিবার রাতেই ঢাকার নয়া পল্টন এলাকায় আসে এবং সেখানেই রাতভর অবস্থান করতে দেখা যায়।

শুক্রবার সকাল ৮টা থেকেই সমাবেশস্থলে মিছিল আস্তে শুরু করে।  দলের শীর্ষ নেতাদের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও প্রতিকৃতি হাতে নিয়ে তাদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিইয়ে নেতাকর্মীদের উজ্জীবিত রাখে।

এসময় বিজয়নগর থেকে নয়াপল্টন পর্যন্ত সড়ক ও গলিতে বিএনপি নেতাকর্মীদের ভিড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দলের অনেক নেতাকর্মী অভিযোগ করেন, ঢাকার প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির মুখে পড়তে হয়েছে।

দলটি নয়টি ট্রাকের একটি বড় মঞ্চ তৈরি করেছিল, যেখানে লাল গালিচা এবং লাউডস্পিকার দেখা গেছে। সংস্কৃতিকর্মী ও সাংবাদিকদের জন্য আলাদা দুটি মঞ্চও নির্মাণ করা হয়েছে।

প্রখর রোদে জনসমাগমকে চাঙ্গা রাখতে বিএনপির সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করছে দুপুর ১২টা পর্যন্ত।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ এক দফা দাবি জানাতে বিএনপি ছাড়াও ৩৭টি সমমনা রাজনৈতিক দল ও জোট বিভিন্ন নগর এলাকায় পৃথক সমাবেশের আয়োজন করেছে।