বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ফরিদপুরে গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল


২ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ 

ফরিদপুরে গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় গণ-অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে ‌।

আজ সোমবার বিকেল তিনটায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ‌সংগঠনের সাধারণ সম্পাদক  মোহাম্মদ ফরহাদ মিয়ার সভাপতিত্বে শহরের জনতা ব্যাংকের মোড় হতে কাঠপট্টি পর্যন্ত ‌এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গন-অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান,  সিনিয়র সহ-সভাপতি শেখ রুবেল ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন ও ফরিদপুরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ  করা হয়।