উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
৯ নভেম্বর ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া কয়া-কাটাখালি (খয়রাবাদ) নদীতে ১২৩ কোটি ব্যয়ে ৭৩০ মিটার একটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি।
এ সময় এমপি বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের বর্তমান সরকারের আমলের ব্যাপক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে বলেন। এছাড়াও তিনি বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধেও সকলকে সজাগ থাকতে বলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত জনতাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে অনুরোধ করেন। নলছিটি দপদপিয়া ইউনিয়নের কয়া এবং বাকেরগঞ্জের কাটাখালি এলাকার মানুষের বহুদিনের ভোগান্তি ছিলো খয়রাবাদ নদী পারাপারে। সেই ভোগান্তি লাঘবে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এবার নির্মিত হতে যাচ্ছে কয়া-কাটাখালী সেতু। এরফলে দুর্ভোগ লাঘব হতে চলেছে দুই প্রান্তের কয়েক হাজার মানুষের, সাথে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।
জানা যায়, ৭৩০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মিত হলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঙ্গে দপদপিয়া ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাগব হবে। ১২৩ কোটি ব্যয়ে সেতুটি নির্মাণের দায়িত্ব পেয়েছে এমএম বিল্ডার্স এবং পোদ্দার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র বাবু তরুন কর্মকার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান সহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঝালকাঠি জেলার কর্মকর্তাবৃন্দ।