রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি


৮ নভেম্বর ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ 

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নেবে জানিয়ে দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, আশা করছি ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দিতে পারবো আমরা। সে লক্ষ্য নিয়েই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

আজ বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

বিএনপির সাবেক এ নেতা বলেন, আমরা জ্বালাও-পোড়াও, আগুনসন্ত্রাসে বিশ্বাস করি না। এসব আগুনসন্ত্রাস করে কোনও সমাধান হবে না। এ ছাড়াও, আমরা লগি-বৈঠার তাণ্ডবও দেখতে চাই না।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। আমরা সব আসনেই প্রার্থী দিতে চাই। তবে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যেন অক্ষরে অক্ষরে পালন করে। যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় এবং প্রতিটি দল নির্বাচনে অংশ নিতে পারে। আমরা আশা করি প্রতিটি নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী দিতে পারব। সেই প্রার্থীরা জনগণের ভোট আদায় করে সংসদে বসতে পারে।

দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েক ডজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। তবে কর্নেল (অব.) সাব্বির আহমেদ ছাড়া বাকিরা তেমন পরিচিত মুখ নন।

বিএনপির চলমান অবরোধ কর্মসূচির প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি একসময় বিএনপির রাজনীতি করেছি। সবাই জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত নয়। এজন্য সবাইকে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক হবে না। যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃণমূল বিএনপির রাজনীতি এমন হবে- কেন্দ্র যাবে তৃণমূলের কাছে। জনগণের কল্যাণই হবে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ প্রমুখ।