বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

৬৪ জেলাই আসবে রেলপথের আওতায়


ডেস্ক সংবাদ, আজকের প্রসঙ্গ

২৭ জুলাই ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ 

৬৪ জেলাই আসবে রেলপথের আওতায়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী এভাবে রেল নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে। দেশের সব জেলাকে এর আওতায় আনতে পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

বর্তমানে মোট ৪৩টি জেলায় রেলপথ রয়েছে। রেলওয়ে মহাপরিকল্পনা অনুযায়ী রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দেশের সব জেলাকে এর আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

আগামী বছরের মধ্যেই ৭টি জেলা নেটওয়ার্কের আওতায় আনতে চাইছে বাংলাদেশ সরকার। সেগুলো হচ্ছে- নড়াইল, কক্সবাজার, মাদারীপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাগুরা ও বাগেরহাট। 

রেলওয়ের আরও বেশ কয়েকটি প্রকল্পের সমীক্ষা কার্যক্রম চলমান আছে। সেগুলোর বাস্তবায়ন হলে পরবর্তীতে আরও ৮টি জেলা রেলপথের আওতায় চলে আসবে। সাতক্ষীরা, রাঙ্গামাটি, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুরকে সংযুক্ত করতে সমীক্ষার কাজ চলমান আছে। 

রেলওয়ের মাস্টারপ্ল্যানের মেয়াদ ধরা হয়েছে মোট ৩০ বছর। এই ৩০ বছর সময়কালটি হল ২০১৬ থেকে ২০৪৫ সাল। এই সময়ের মধ্যেই মানিকগঞ্জ, শেরপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাও নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে। অতএব, ২০৪৫ সালের মধ্যেই ৬৪ জেলা রেলপথের আওতায় চলে আসবে।