খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
৭ নভেম্বর ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ
ত্বকের যত্ন | ছবি: প্রতীকী
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
গরমের তান্ডবে প্রকৃতি এতদিন ক্লান্ত ছিল, কদিন হল সন্ধ্যা নামলেই একটু একটু শীতল হাওয়া অনুভূত হয়, এ যেন শীতের আগমনী বার্তা। বাংলাদেশে শীত মানেই নতুন এক আয়োজন- পোশাক সাজসজ্জা সব কিছুই যেন মুহূর্তেই পাল্টে যায়। গায়ের চামড়া রুক্ষতা ও শুষ্কতাকে আড়াল করতে নানান বাহানা খুঁজে।
শীতকাল এলেই ত্বক রুক্ষ ও শুষ্ক হতে শুরু করে। সেই সাথে ত্বকের যত্ন নেওয়া জরুরি হয়ে ওঠে। তাই ত্বকের যত্নে বিশেষজ্ঞদের পরামর্শঃ- শীতকালে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। শীতল আবহাওয়ায় ত্বক সুস্থ রাখার জন্য গ্লিসারিন ব্যবহার করা যায়। নানা ফেশিয়াল ক্রিম ও ক্লিনজার হিসেবে এটি ব্যবহার করা হয়।
শীতল আবহাওয়ায় ত্বক সুস্থ রাখার জন্য গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। গ্লিসারিন অত্যন্ত চ্যাটচ্যাটে হয়। যে কারণে এটি খুব সহজে আর্দ্রতা, ধুলো ও দূষণ গ্রস্ত হয়ে পড়ে। যার ফলে গ্লিসারিন ব্যবহারকারী ব্যক্তির ত্বক চুলকায় ও ইরিটেশান হয়।
উল্লেখ্য, রাতে ঘুমানোর আগে স্কিন কেয়ার প্রোডক্ট ব্যবহার করা উচিত। যার ফলে ত্বকের আর্দ্রতা আটকে রেখে ত্বককে হাইড্রেট করা যায়।
গ্লিসারিন একটি ভালো মেকআপ রিমুভার হিসেবে কাজ করে। মেকআপ পরিষ্কার করার জন্য রিমুভারের স্থানে এটি ব্যবহার করতে পারেন। এর জন্য কটন বলে গ্লিসারিন লাগিয়ে পুরো মুখে লাগান। চোখ ও ঠোঁটে গ্লিসারিন লাগাবেন না।
টোনার হিসেবে গ্লিসারিন ব্যবহার করা যায়। এর জন্য আধ কাপ গোলাপ জলে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। তার পর এতে তুলো ভিজিয়ে ত্বক পরিষ্কার করুন।