মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
বিএনপির অবরোধ

সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন


৬ নভেম্বর ২০২৩, ২:১৪ অপরাহ্ণ 

সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধ চলাকালে ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশ ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার (০৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে বিএনপি ও জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ছয়টায় এ কর্মসূচি শেষ হবে।

এর আগে অবরোধের প্রথম দিন গতকাল রবিবার (০৫ নভেম্বর) ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। স্ট্যান্ডবাই রাখা হয়েছিল আরও ১০ প্লাটুন।  

এদিকে সোমবার রাজধানীতে বিজিবি ছাড়াও র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে। এর আগে বিএনপির টানা তিন দিনের অবরোধেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতাকল রবিবার (০৫ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।  

অবরোধ কর্মসূচিতে গত কয়েক দিন ধরেই ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক সহিংসতা চালাচ্ছে অবরোধ সমর্থনকারীরা। আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বেশ কিছু যানবাহন। বিভিন্ন স্থাপনাসহ রাজনৈতিক কার্যালয়েও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।