রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বিআরটিসি বাসে চালু র‍্যাপিড পাস


৫ নভেম্বর ২০২৩, ১:২৫ অপরাহ্ণ 

বিআরটিসি বাসে চালু র‍্যাপিড পাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মেট্রোরেলের যাত্রীদের আনা-নেওয়ার জন্য উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বিআরটিসি শাটল বাসে চালু হয়েছে র‍্যাপিড পাস। ফলে যাত্রীরা র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াতের পর আবার র‌্যাপিড পাস ব্যবহার করে বাসেও যেতে পারবেন।

গণপরিবহনের জন্য সমন্বিত একই ই-টিকিট ব্যবহার করে বিভিন্ন পরিবহন মাধ্যমে যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি বাসেও র‌্যাপিড পাস কার্যক্রম চালু করা হয়েছে।  

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডপি) মোতাছিল বিল্লাহ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর (বুধবার) থেকে উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি পরিচালিত মেট্রোরেল শাটল সার্ভিসে র‍্যাপিডের মাধ্যমে ভাড়া আদায় শুরু হবে।

র‍্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায়ের লক্ষ্যে, গত ১ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় ডিটিসিএ’র নির্বাহী পরিচালক দিয়াবাড়ি মেট্রো স্টেশন উপস্থিত থেকে এটি উদ্বোধন করবেন। ইতোমধ্যে উত্তরা (হাউজ বিল্ডিং) ও দিয়াবাড়ি র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশনে দুটি অস্থায়ী টিকিট কাউন্টার ডিটিসিএর পক্ষ থেকে স্থাপন করা হয়েছে।