রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

রাজবাড়ীর মহাসড়কে ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ সদস্য আহত


৩ নভেম্বর ২০২৩, ১২:০২ অপরাহ্ণ 

রাজবাড়ীর মহাসড়কে ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ সদস্য আহত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজবাড়ীর গোয়ালন্দ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। এ সময় অবরোধকারীদের ইট-পাটকেল নিক্ষেপে ২ পুলিশ সদস্যকে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোয়ালন্দ ঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফ ও কনস্টেবল কামরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় হঠাৎ করেই কিছু লোকজন রাস্তায় এসে অবরোধ অবরোধ বলে স্লোগান দিতে থাকে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ আসার খবরে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। হঠাৎ করে কিছু লোকজন পদ্মার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একইসঙ্গে তারা সড়কে ইটপাটকেল রেখে অবরোধ সফল হোক, সফল হোক স্লোগান দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।