বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
২ নভেম্বর ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ
দেশের বাজারে সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে আনতে আলু আমদানি করা হয়েছে। প্রথমবারের মতো আমদানির অনুমতির পর আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল পর্যন্ত দেশে এসেছে ৭৭ টন আলু।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন দিনে বিভিন্ন প্রতিষ্ঠান ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। বিকেল পর্যন্ত আমদানি করা ৭৭ টন আলু দেশে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে আমদানির অনুমতি নিয়ে আলু আনা শুরু করেছে। এখন পর্যন্ত দেশে আলু পৌঁছেছে ৭৭ টন। যা আলুর দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে। গত সোমবার (৩০ অক্টোবর) দেশে আলুর উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়াই অস্বাভাবিক দামে বাজারে আলু বিক্রি হওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
এর আগে ১৪ সেপ্টেম্বর আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। সে সময়ে উৎপাদক পর্যায়ে প্রতি কেজি আলুর যৌক্তিক দাম ১৪ টাকা ১৭ পয়সা, পাইকারি পর্যায়ে ২৭ টাকা ৬৩ পয়সা এবং খুচরা পর্যায়ে ৩৫ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়। নির্ধারিত মূল্যে আলু বাজারে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, জেলা প্রশাসনসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কিন্তু নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রি হচ্ছে না বলে জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, কোনো কোনো মহল আলুর বাজার অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত আছে বলে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমদানির অনুমতি দেয়া হয়েছে।
এদিকে দেশের সব কোল্ড স্টোরেজে গত বুধবার (১ নভেম্বর) থেকে আলুর সরকারনির্ধারিত দাম প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী।
এ ছাড়া খুচরা পর্যায়েও সরকারনির্ধারিত দাম প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রির জন্য কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।