
খুকৃবি গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের দায়িত্বে সহকারী অধ্যাপক শরিফুল ও শিক্ষার্থী শাহীন
১ নভেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ণ
রাজধানীর মিরপুর-১২ নম্বরে গ্রীন ইউনিভার্সিটির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানীর মিরপুর-১২ নম্বরে গ্রীন ইউনিভার্সিটির বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা গ্রীন ইউনিভার্সিটির বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না প্রাথমিকভাবে তা জানা যায়নি।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বারিধারায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তার আগে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। শ্যামলীর ঘটনায় পুলিশ জানিয়েছে, দুষ্কৃতকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সকালে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৪ জায়গায় বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।