খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
৩০ অক্টোবর ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
বর্তমানে সকালের খাবার না হয়ে গেছে রুটিন থেকে। ঘুম থেকে উঠে এক কাপ চা, আর একবারে গুছিয়ে উঠে দুপুরে খাওয়া নতুন স্বাভাবিকতায় এভাবেই হারিয়ে গেছে সকালের নাস্তা। কিন্তু সকালের খাবার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর উপরই সারাদিন শরীরের শক্তি নির্ভর করে। সকালে পুষ্টিকর খাবার খেলে সারাদিন অনেক অ্যানার্জি মেলে।
আরও পড়ুন |
স্ট্রোকের ঝুঁকি কীভাবে কমাবেন |
বিশেষজ্ঞদের মতে, সকালের নাস্তা অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাস্তা করেন না তারা সবচেয়ে বেশি ক্লান্তিবোধ করেন ও সবকিছু ভুলে যান বেশি। যারা প্রতিদিন সকালে ২৬০ ক্যালোরির বেশি খাবার খায় তাদের ওজন এবং সকালে নাস্তা করে না তাদের তুলনায় অন্তত এক পাউন্ড বেশি হয়। তবে সকালে ক্যালসিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এতে শরীরে শক্তি জোগায়। সকালে ভরপেট খেলে দিনে খুব বেশি ক্ষুধা লাগে না। শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতেও সকালে নাস্তা জরুরি।
পুষ্টিবিদদের মতে, সকালের খাবার কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ ব্রেকফাস্ট আপনাকে দেবে শক্তি। সকালে ভরপেট নাস্তা করলে দিনের পরের দিকে আপনার খুব বেশি ক্ষিদে লাগবে না। ফলে এটা সেটা খাওয়ার দরকার পড়বে না। আর আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগানোর জন্য নাস্তা বেশ জরুরি। ঠিক তেমনই সকালের নাস্তা বাদ দিলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। যার মধ্যে অন্যতম ডিমেনশিয়া। বিশেষজ্ঞদের মতে, ডিমেনশিয়ার ঝুঁকি চারগুণ বাড়ায়, সকালে নাস্তা না করার কারণে।
আরও পড়ুন |
দৃষ্টিশক্তি ভালো রাখে যেসব খাবার |
২০১১ সালে জাপানিজ জার্নাল অব হিউম্যান সায়েন্সেস অব হেলথ-সোশ্যাল সার্ভিসেস এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সকালে নাস্তা বাদ দিলে নানান রোগের ঝুঁকি বাড়ে। এই গবেষণার উদ্দেশ্য ছিল জীবনযাত্রার অভ্যাস ও ডিমেনশিয়ার মধ্যকার যোগসূত্রতা বোঝা।