অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় না কিন্তু দেশে অস্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় আছে।মঙ্গলবার ইতালিতে তার বাসভবন ফার্নান্দেস হলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক কমিউনিটি রিসেপশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়ে বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ' গড়তে আওয়ামী লীগকেই ক্ষমতায় আসতে হবে।
বিএনপি নির্বাচন চায় না, দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বিএনপি জানে মানুষ তাদের ভোট দেবে না। তাই বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। ভোট কারচুপির কারণে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের ভোট দিতে যাবে কেন?
শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যার পর কীভাবে তারা ভোট চায়?
তিনি বলেন, ‘তারা (বিএনপি) নির্বাচন চায় না। তারা তাদের কিছু বিদেশি প্রভুর পা চাটে এবং তারা চায় দেশের মানুষ তাদের (বিদেশি প্রভুদের) দ্বারা কষ্টভোগ করুক।’
প্রধানমন্ত্রী সকলকে মনে করিয়ে দেন, বিএনপি কখনো দেশবাসীর কল্যাণ চায় না। বরং তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।
তিনি বলেন, 'তাদের (বিএনপি) উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা। তাই তাদের উদ্দেশ্য বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করা।র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত বিধিনিষেধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যাদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের দ্বারা আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছি। আমরা এর রহস্য বুঝতে পারি না।