শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মহাখালীর খাজা টাওয়ারের আগুন


২৬ অক্টোবর ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ 

মহাখালীর খাজা টাওয়ারের আগুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মহাখালি মেট্রোপলিটন হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। অগ্নিনির্বাপণে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

শুরুতে ১৪ তলায় আগুন লাগলেও পরবর্তীতে আগুন ১৩ তলায়ও ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়াস সার্ভিস জানিয়েছে, আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছে তারা।