বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

কলাপাড়ায় সিপিপির ২দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


২৫ অক্টোবর ২০২৩, ৪:০০ অপরাহ্ণ 

কলাপাড়ায় সিপিপির ২দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় ২ দিন ব্যাপী সিপিপি'র স্বেচ্ছাসেবকদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। কলাপাড়া  ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অর্থায়নে বুধবার ও বৃহস্পতিবার এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তব্য দেন সিপিপি'র কলাপাড়া উপজেলা টিম লিডার আব্দুল মোতালেব ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সিপিপির ইউনিট টিম লিডার এসএম মোশাররফ হোসেন মিন্টু। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষণ পরিচালনা করেন সিপিপির প্রশিক্ষক ও ইউনিয়ন ডেপুটি টিমলিডার মোঃ ইভান মাতুব্বর। প্রশিক্ষণ কর্মসূচীতে সিপিপির ৮ ও ১৪ নং ইউনিটের ৪০জন সদস্য প্রশিক্ষণ গ্রহন করেন।