জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু: মরদেহ ঝুলছিল শয়নকক্ষের জানালার সঙ্গে
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
২৪ অক্টোবর ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় এলাকায় সোমবার রাত থেকেই বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। পাশাপাশি উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। সেই সাথে পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতর্ক বিপদ সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অফিস। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপদে কুয়াকাটা ছাড়তে শুরু করছে আগত পর্যটকরা। কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী ( সিপিপি) ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটা ছাড়তে শুরু করছে। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অর্ধেক পর্যটক কুয়াকাটা ছেড়েছেন, বাকীরাও আজ চলে যাবে বলে ধারণা করছে হোটেল-মোটেল কর্তৃপক্ষ।
ঢাকা থেকে আসা পর্যটক শ্যামল কর্মকার জানান, পূজার ছুটিতে কুয়াকাটায় দুইদিন থাকব বলে প্লান ছিল। এখন খারাপ আবহাওয়ার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে একদিন থেকেই চলে যাচ্ছি।
আবাসিক হোটেল সি গোল্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মুসুল্লি বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পর্যটকরা কুয়াকাটা ছাড়তে শুরু করছে। আবহাওয়া পরিস্থিতি এমন থাকলে এ সপ্তাহে পর্যটকদের আনাগোনা বাড়বে না এমনটাই জানান তিনি।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, আমরা সব সময় পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। তারা কোনভাবেই যেন সমস্যায় না পরে সেভাবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া আছে।
উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান বলেন, ঘূর্ণিঝড়টি আজ ৩০০ কি:মি: দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। তাই পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি৷ গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার এবং আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে মাইকিং করছি এবং নিরাপদে থাকতে অনুরোধ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলা প্রশাসন সভা করে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।