মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

গভীর নিম্নচাপ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় হামুনে বন্দরে ৩ নম্বর সংকেত


২৩ অক্টোবর ২০২৩, ৪:১২ অপরাহ্ণ 

গভীর নিম্নচাপ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় হামুনে বন্দরে ৩ নম্বর সংকেত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে এসেছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৩ অক্টোবর)  দুপুর সাড়ে ১২টায় অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর আগে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার বলেছিল, বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি আজ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় হামুন এ রূপ নিতে পারে।

আরও পড়ুন

সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় হামুন, আঘাত হানতে পারে বাংলাদেশে

এ সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম  বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।