খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
২৩ অক্টোবর ২০২৩, ১:২২ অপরাহ্ণ
সম্প্রতি চ্যাট লক নামে নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার লক করা বার্তা ও ছবি লুকিয়ে রাখার এমন সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই আঙুলের ছাপ ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা তথ্য লক করে রাখতে পারেন। ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও লক করা বার্তা ও ছবির বিষয়ে কোনো তথ্য জানতে পারবে না।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, লক করা বার্তা ও ছবি লুকিয়ে রাখার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এতে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এরই মধ্যে এ সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ সুবিধা চালু হলে লক করা বার্তা ও ছবির সংখ্যা বা বিস্তারিত তথ্য ফোনের মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি জানতে পারবেন না।
হোয়াটসঅ্যাপে চ্যাট লক সুবিধা চালুর ফলে ব্যবহারকারীর অজান্তে অন্য কেউ ফোন ব্যবহার করলেও লক করা বার্তা বা ছবির পোস্ট দেখতে পারেন না। কিন্তু তাঁরা চাইলে লক করা পোস্টের সংখ্যা জানতে পারেন। এর ফলে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরির পাশাপাশি পরিচিত ব্যক্তিদের কাছে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। হোয়াটসঅ্যাপ এ সমস্যা সমাধানেই লক করা বার্তা বা ছবির পোস্ট লুকিয়ে রাখার সুযোগ চালু করতে যাচ্ছে।
মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি সর্বশেষ সংস্করণ আছে কি না, তা নিশ্চিত করুন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে যেগুলো লক করতে চান সেগুলো বাছাই করুন। যার সঙ্গে আপনার কথোপকথন লুকিয়ে রাখতে চান, তার চ্যাট বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। তারপরে সেখানে চ্যাট লক অপশনটি দেখতে পাবেন। চ্যাট লক অপশন বাছাই করার পর আপনি সেটি অন করতে চাইছেন কি না, তা জানতে চাইবে। চ্যাট লক অ্যাক্টিভেট করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।
হোয়াটসঅ্যাপের হোম পেজে ঢুকতে হবে। হোমপেজে অন্যসব চ্যাট দেখা গেলেও লুকিয়ে রাখা চ্যাট দেখা যাবে না। লুকিয়ে রাখা চ্যাট খুঁজে পেতে হোমপেজের নিচের দিকে সোয়াইপ করতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপে লক করা সব চ্যাট দেখা যাবে। আপনি যে চ্যাটটি দেখতে চান, তার ওপরে চাপ দিন ও ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে সেটি আনলক করে নিন।