
খুকৃবি গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের দায়িত্বে সহকারী অধ্যাপক শরিফুল ও শিক্ষার্থী শাহীন
২০ অক্টোবর ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ
দেড় সপ্তাহের অধিক সময় ধরে চলমান ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে নিহত ফিলিস্তিনিদের স্মরণে আগামীকাল শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
ফিলিস্তিনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। হামলায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ দোয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব আশরাফুল মমিন খানসহ ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।