৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
১৯ অক্টোবর ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যেগে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত করে বিভিন্ন ত্রুটির কারণে ব্যবসায়ীদের জরিমানা করেন।
গতকাল বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বন্যা মোবাইল কোর্টে এ জরিমানা করেন।
এসময় ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজারের বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর (সরিষার তেল মিলে বিএসটিআই'র মান সনদ না থাকার কারনে ১০ হাজার, ইটাখোলা বাজারের ভাই ভাই অয়েল মিলে মোড়কবিহীন সরিষার তেল ও ডিজিটাল পরিমাপ মানদণ্ড না থাকায় ৪ হাজার ওই বাজারের শামীম কনফেকশনারি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য ১ হাজার টাকা জরিমানাসহ ৩ মামলা দায়ের করে। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) জিন্নাতুল আরা, দেলোয়ার হোসেন (সিএম), প্রমুখ।