বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মোটরযানের ইঞ্জিন পরিবর্তনে যা যা প্রয়োজন


মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করতে কি কি দরকার/ মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করবো কিভাবে?

১৭ অক্টোবর ২০২৩, ১:৫৯ অপরাহ্ণ 

মোটরযানের ইঞ্জিন পরিবর্তনে যা যা প্রয়োজন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করা যাবে কি? হ্যাঁ অবশ্যই করা যাবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বি.আর.টি.এ), অনেক ধরনের সেবা প্রদান করে থাকে। মোটরযানের ইঞ্জিন পরিবর্তন তার মধ্যে অন্যতম। মোটরযানের ইঞ্জিন পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে হলে ফিটনেস ও ট্যাক্সটেকেন হালনাগাদ থাকতে হবে। যদি ফিটনেস ও ট্যাক্সটেকেন হালনাগাদ না থাকে তাহলে মোটরযানের ইঞ্জিন পরির্বতন সম্ভব নয়।

বিআরটিএর তথ্য অনুযায়ী, যেকোনো ইঞ্জিনচালিত যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস, বাণিজ্যিক যানবাহন হলে এর রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এসব কাগজ হালনাগাদ থাকতে হবে। কিন্তু নতুন ইঞ্জিন স্থাপনের কাজ বিআরটিএর নিয়ম অনুযায়ী করতে হবে।

আরও পড়ুন

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন।

মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করবো কিভাবে? মোটরযান মালিকের কোন কারণে ইঞ্জিন পরিবর্তনের প্রয়োজন হলে একই স্পেসিফিকেশনের ইঞ্জিন দ্বারা প্রতিস্থাপন করা যাবে। এক্ষেত্রে মোটরযানের মালিককে ইঞ্জিন প্রতিস্থাপনের চৌদ্দ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে ইঞ্জিন পরিবর্তন সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে।

উক্ত আবেদনটি যাচাই করে সঠিক পাওয়া গেলে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোটরযানটি পরিদর্শনের জন্য মোটরযান পরিদর্শককে নির্দেশনা প্রদান করবেন। সন্তোষজনক পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ উক্ত মোটরযানের ইঞ্জিন পরিবর্তনের অনুমোদন প্রদানপূর্বক একটি প্রাপ্তিস্বীকার পত্র প্রদান করেন, যা অস্থায়ী নিবন্ধন সনদ হিসেবে কাজ করবে। উক্ত প্রাপ্তিস্বীকার পত্রে নতুন নিবন্ধন সনদ (ব্লুবুক)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রদানের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রস্তুতের কার্যক্রম সম্পন্ন হলে, তা সংগ্রহের জন্য গ্রাহকের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করতে কি কি কাগজ লাগে?

প্রয়োজনীয় দলিলাদি:

১। মালিকের স্বাক্ষর সম্বলিত আবেদন পত্র ০১ কপি।
২। মূল নিবন্ধন সনদ (গাড়ির কপি ও হাউজ কপি)।
৩। গাড়ির মালিকের এনআইডির ফটোকপি ০১ কপি ও ছবি ০২ কপি।
৪। গাড়ির মালিকরে টিন সার্টিফিকেটের ফটোকপি ০১ কপি।
৫। ইঞ্জিন পরিবর্তন ফি জমার ব্যাংক রশিদের বিআরটিএ-র কপি।
৬। হালনাগাদ ফিটনেস সনদের ফটোকপি ০১ কপি।
৭। হালনাগাদ ট্যাক্স টোকেনের ফটোকপি ০১ কপি।
৮। ইঞ্জিন আমদানির কমার্শিয়াল ইনভয়েসের নোটারাইজড কপি ০১ কপি।
৯। ইঞ্জিন আমদানির বিল অব এন্ট্রির নোটারাইজড কপি ০১ কপি।
১০। ইঞ্জিন আমদানির এসেসমেন্ট নোটিশের নোটারাইজড কপি ০১ কপি।
১১। ইঞ্জিন আমদানির বিল অব ল্যাডিং এর নোটারাইজড কপি ০১ কপি।
১২। ইঞ্জিন আমদানির এলসিএ-র নোটারাইজড কপি ০১ কপি।

উপর উল্লেখিত নিয়ম মেনে যে কেউ চাইলে আপনার গাড়ির/ মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।