রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

গাড়ি/মোটরযানের রং পরিবর্তন করার নিয়ম


গাড়ির রং পরিবর্তন করা যাবে কি? হ্যাঁ অবশ্যই করা যাবে।

১৭ অক্টোবর ২০২৩, ১:২৯ অপরাহ্ণ 

গাড়ি/মোটরযানের রং পরিবর্তন করার নিয়ম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গাড়ির/ মোটরযানের রং পরিবর্তন করা যাবে কি? হ্যাঁ অবশ্যই করা যাবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (BRTA)নিবন্ধিত মোটরযানের রং পরিবর্তন করার নিয়মাবলী- 
গাড়ির রং পরিবর্তন করবো কিভাবে? মোরটযানের মালিক কে প্রথমে রং পরিবর্তন বা মডিফিকেশন ফি ব্যাংকে জমা দিতে হবে। গাড়ির রং পরিবর্তন করতে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে তা ভালভাবে জেনে নিন। এরপর রং পরিবর্তনের অনুমোদনের জন্য মোটরযানটি বিআরটিএ’র যে সার্কেলে নিবন্ধিত বা অন্তর্ভুক্ত আছে সেই  সার্কেলের মোটরযানের মালিকানা বদলী শাখার সহকারী পরিচালক(ইঞ্জিনিয়ারিং) অথবা মোটরযানের মালিকানা বদলী শাখা না থাকলে ঐ সার্কেলে সহকারী পরিচালক(ইঞ্জিনিয়ারিং) ও নিবন্ধন কর্তৃপক্ষের নিকট উপযুক্ত (গাড়ির রং পরিবর্তন করতে কি কি কাগজ লাগে) কারণ ব্যাখ্যা করে প্রমাণকসহ সাদা কাগজে আবেদন করতে হবে এবং মোটরযানটি সরেজমিনে পরিদর্শনের জন্য নিবন্ধিত বা অন্তর্ভুক্ত যে সার্কেল সেই বিআরটিএ তে হাজির করতে হবে। উক্ত আবেদন যাচাই করে সঠিক পাওয়া গেলে সহকারী পরিচালক(ইঞ্জিনিয়ারিং) উক্ত মোটরযানটি পরিদর্শনের জন্য মোটরযান পরিদর্শকে নির্দেশনা প্রদান করবেন। সন্তোষজনক পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ উক্ত মোটরযানের রং পরিবর্তনের অনুমোদন প্রদান করবেন এবং একটি প্রাপ্তিস্বীকার পত্র প্রদান করেন যা অস্থায়ী নিবন্ধন সনদ হিসেবে কাজ করবে। উক্ত প্রাপ্তিস্বীকার পত্রে নতুন নিবন্ধন সনদ/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রদানের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রস্তুতের কার্যক্রম সম্পন্ন হলে, তা সংগ্রহের জন্য গ্রাহকের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে উল্লেখ্য যে, রং পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে ফিটনেস ও ট্যাক্সটোকেন হালনাগাদ  থাকতে হবে। গাড়ির/ মোটরযানের রং পরিবর্তন করা যাবে কি? হ্যাঁ অবশ্যই করা যাবে।

গাড়ির রং পরিবর্তন করতে কি কি কাগজ লাগে?
প্রয়োজনীয় দলিলাদি:
১। মালিকের স্বাক্ষর সম্বলিত আবেদন পত্র - ০১ কপি;
২। মূল নিবন্ধন সনদ (কাগজের নিবন্ধন সনদ হলে হাউজ কপিও জমা দিতে হবে);
৩। রং পরিবর্তন ফি জমার রশিদের বিআরটিএ’র কপি;
৪। হালনাগাদ ফিটনেস সনদের ফটোকপি - ০১ কপি;
৫। হালনাগাদ ট্যাক্স টোকেনের ফটোকপি - ০১ কপি;
৬। যে গ্যারেজ থেকে গাড়িটির রং পরিবর্তন করেছেন সেই গ্যারেজের চিঠি।
৭। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি  ১ কপি।
৮। মালিকের ছবি ২ কপি। 

উপর উল্লেখিত নিয়ম মেনে যে কেউ চাইলে আপনার গাড়ির/ মোটরযানের রং পরিবর্তন করতে পারবেন।