বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত


১৩ অক্টোবর ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ 

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহনে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছাস ও অগ্নিকান্ডের উপর সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,এনজিও গুডনেইবার ও উপজেলার সিপিপি সদস্যরা।