জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু: মরদেহ ঝুলছিল শয়নকক্ষের জানালার সঙ্গে
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
১২ অক্টোবর ২০২৩, ৫:০০ অপরাহ্ণ
গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট করতে কি কি লাগে? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বি.আর.টি.এ), অনেক ধরনের সেবা প্রদান করে থাকে। ডিজিটাল নাম্বার প্লেট তার মধ্যে অন্যতম একটি। নতুন বাইক বা গাড়ি কিনে থাকলে আপনার গাড়িতে নম্বর প্লেট লাগাতে হবে।।
কিন্তু কিভাবে কখন কার কাছে যাবেন এই ডিজিটাল নাম্বার প্লেট আনতে এ পর্যায়ে আমরা তা জেনে নেব। ডিজিটাল নাম্বার প্লেট গ্রহণের নিয়মাবলী।
আপনি নির্ধারিত ফি জমা দিয়ে গাড়ির ফিটনেস শো করুন। প্রায় দু মাস পর আপনার মোবাইলে মেসেজ আসবে। আপনার নম্বর প্লেটটি রেডি এমন মেসেজ আসলে গাড়ি নিয়ে বিআরটিএ’তে যেতে হবে।
গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট কিভাবে নিতে হয়? গাড়ির মালিক ছাড়া অন্য কেউ গেলে হবে কি? না। গাড়ির মালিককেই যেতে হবে কারণ ঐ দিনই গাড়ির স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য ফিঙ্গার দিতে হবে। ছবি তোলা এবং ফিঙ্গার গাড়ির মালিক ছাড়া অন্য কারও দিলে তো হবে না। তাই গাড়ির মালিককেই ছবি তুলতে ও ফিঙ্গার দিতে আবশ্যিকভাবে যেতে হবে।
২য় কোন ব্যাক্তি বা শো-রুম এর কেউ বা নিজে করলেও কি একই নিয়ম প্রযোজ্য? হ্যাঁ- এই ক্ষেত্রে নিয়মের কোন ভিন্নতা নেই। ফিঙ্গার শেষে নম্বর প্লেট আনতে যেতে হবে। ফিঙ্গার দেয়ার পর আপনার মোবাইলে ঐ সময় কোন মেসেজ আসবে না এবং কোন ডকুমেন্টও আপনাকে দিবে না। কাউন্টার হতে আপনাকে বিআরটিএ কর রশিদ এবং গাড়ি চালনা করার অনুমতি পত্র দিবে যেখানে আপনি স্মার্ট কার্ড ছাড়া কত তারিখ পর্যন্ত গাড়ি চালাবেন সেই তারিখ উল্লেখ থাকবে।
মনে রাখবেন আপনার এনআইডি লাগবে। আর নম্বর প্লেট লাগানোর পর বিআরটিএ কর্তৃপক্ষ আপনার গাড়ির ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর চেক দিবে।
এক নজরে ডিজিটাল নাম্বার প্লেট গ্রহণের নিয়মাবলী ।
(ক) গাড়ির মালিক, মালিকের NID, মূল ও ফটোকপি অবশ্যই আনতে হবে।
(খ) ব্যাংকে টাকা জমার মূল রশিদ অবশ্যই আনতে হবে এবং হারিয়ে গেলে জিডি করে জিডি কপি আনতে হবে।
(গ) প্রতিষ্ঠানের গাড়ির ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র, যে আসবে তার NID কপি আনতে হবে।
(ঘ) প্লেট পাওয়ার পর অবশ্যই ছবি তুলে তারপর যেতে হবে।
ডিজিটাল নম্বর প্লেট নিতে যাওয়ার পূর্বে কি গাড়ির ফিটনেস দেখাতে হবে?
হ্যাঁ অবশ্যই। যেদিন টাকা জমা দিবেন ঐ দিনই। গাড়ির সকল কাগজপত্র নিয়ে বিআরটিএতে গিয়ে গাড়ির ফিটনেস করিয়ে আনতে হবে। গাড়ি ভাল করে চেক করে কর্তৃপক্ষ ফিটনেস ক্লিয়ারেন্স দিবে। ফিটনেস দেখারও ২-৩ মাস পর আপনি গাড়ির নম্বর প্লেট পাবেন। নম্বর প্লেট গ্রহণের দিনই আপনাকে ফিঙ্গার এবং ছবি তুলতে হবে।