বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ছয় দিনের সফরে ঢাকা আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ঢাকা ইইউ দূতাবাসের ১টি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। এই সফরে, ইমন গিলমোর উভয় পক্ষের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়া তথ্যে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও দেখা করবেন গিলমোর। এছাড়াও তিনি ঢাকায় সুশীল সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন।
গত মে মাসের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রাসেলস সফরকালে এই ইউরোপীয় জোটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন, যার মধ্যে ৪জন ইইউ কমিশনারও ছিলেন। ওই সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমারের সঙ্গেও বৈঠক করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউর বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
উল্লেখ্য যে, ইইউর বিশেষ প্রতিনিধি হিসেবে গিলমোর ২০১৯ সালের জুনেও বাংলাদেশে এসেছিলেন।
26 Jul Wed 2023
Badhon Khan says :
nice news