খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
৮ অক্টোবর ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ
গাড়ির ফিটনেস নবায়ন অ্যাপয়েন্টমেন্ট এখন অনলাইনে ঘরে বসে করছেন অনেকেই। ডিজিটাল বাংলাদেশে বিআরটিএ -এর এ রকম অনেক সেবা এখন ঘরে বসে পাওয়া যায়।
গাড়ির ফিটনেস নবায়নঃ যে কোনো যানবাহনের ফিটনেসের মেয়াদ শেষ হলে সনদ নবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া সময় মতো গাড়ির ফিটনেস নবায়ন না করলে জরিমানারও বিধান রয়েছে।
গাড়ির ফিটনেস নবায়ন করতে গিয়ে ভোগান্তি কিংবা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা আর বিড়ম্বনার দিন এখন শেষ সেবাগ্রহীতাদের।
এসব থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আর এ জন্য চালু করেছে অনলাইনে ফি জমা সহ গাড়ির ফিটনেস নবায়ন অ্যাপয়েন্টমেন্ট সেবা।
সেবা গ্রহীতাদের সময় বাঁচানো ও বিড়ম্বনাহীন গাড়ির ফিটনেস নবায়ন এর লক্ষ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
তাহলে জেনে নেয়া যাক কিভাবে ঘরে বসে এই সেবাটি শতভাগ নিশ্চিত করবেন আপনি।
গাড়ির ফিটনেস নবায়ন এর ক্ষেত্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য সেবাপ্রত্যাশীকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে, বিআরটিএ-এর bsp.brta.gov.bd ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।
আর এ জন্য দরকার হবে আপনার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বর।
নিবন্ধনের পর পোর্টালের ‘ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট সময়সূচি’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর ‘মোটরযান সংযুক্ত করুন’ অপশনে গিয়ে সংযুক্ত করতে হবে যানবাহনের বিস্তারিত তথ্য।
সময়সূচি অপশনে গিয়ে আপনার সুবিধা মতো কাঙ্ক্ষিত তারিখ ও সার্কেল নির্বাচন নিশ্চিত করতে হবে।
গাড়ির ফিটনেস নবায়ন অ্যাপয়েন্টমেন্টঃ প্রতি দিন মোট চারটি ভাগে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে।
প্রথমঃ সকাল ৯টা থেকে বেলা ১১টা, দ্বিতীয়তঃ ১১ থেকে দুপুর ১টা, ৩য়- দুপুর ২টা থেকে বিকাল ৪টা এবং৪র্থ- বিকেল ৪টা থেকে ৫টা।
সকল তথ্য সঠিক ভাবে পূরণের পর সাবমিট অপশনে ক্লিক করলে গ্রাহকের মুঠোফোনে ম্যাসেজের মাধ্যমে তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।
এর জন্য কোনো ফি দিতে হবে না। তবে নির্ধারিত তারিখে না গেলে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হবে এবং পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আবারও আবেদন করতে হবে।
তবে ওই তারিখে ওই সময়ে আপনার গাড়িটি যদি বিআরটিএ তে নিয়ে আসেন তাহলে পরিদর্শন শেষে ফিটনেস নবায়ন সনদ প্রদান করা হবে।