বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
৭ অক্টোবর ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ
ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্ত বিফলে যায়নি বাংলাদেশের। টস হেরে ব্যাট করতে আসা আফগানিস্তান ভালো ভাবে শুরু করলেও বাংলাদেশের বেলিংয়ের সামনে দাড়াতে পরেনি। মাত্র ৩৭.২ ওভারে ১৫৬ গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশ ১৫৭ রানের লক্ষ্যে ফিফটি পেয়েছেন মিরাজ ও নাজমুল। এর আগে মিরাজ নিয়েছেন ৩ উইকেট।
রান তাড়ায় শুরুতে ২ উইকেট হারালেও মিরাজ ও নাজমুলের ৯৭ রানের জুটিতে চাপ মিলিয়ে যায় অনেকটাই। আফগানিস্তান ফিল্ডিংয়ের সুযোগ হারিয়েছে অনেক। তাদের মূল অস্ত্র স্পিনও কার্যকরী হয়ে উঠতে পারেনি। মুজিব, রশিদ ও নবি—তিন জন মিলে ২২ ওভার বোলিং করেও একটি উইকেট নিতে পারেনি।
দ্রুত ২ উইকেট হারিয়ে একটু চাপেই পড়েছিল বাংলাদেশ।কিন্তু মহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসাইন শান্ত ক্রিজে থেকে ধীরগতিতে খেলে পেলেন ফিফটি। মেহেদী হাসান মিরাজ করেছেন ৭৩ বলে ৫৭ রান আর নাজমুল হোসাইন শান্তের ৫৯ রান করতে লেগেছে ৮৩ বল। দারুণ ফর্মে থাকা নাজমুলের আরেকটি কার্যকরী ইনিংস।
নভিনের বলে ড্রাইভ নাজমুলের। মিড অফে থাকা ফিল্ডার ধরতে পারতেন সেটি। তবে তিনি করেছেন মিসফিল্ড। পুরো ম্যাচের চিত্রই ফুটে উঠেছে তাতে। ১৫.২ ওভার বাকী থাকতে ৬ উইকেটে জয় তুলে নেই বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়। আগামী ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ২য় ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে।