
২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন চমক
৫ অক্টোবর ২০২৩, ৪:২২ অপরাহ্ণ
সাম্প্রতিক সময়ে দেশের সকল জায়গায় মোটরসাইকেলে যাতায়াত বেড়েছে আর এর প্রধান কারন হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন তবে এখানে আরেকটি বিষয়ের উপর মানুষ মত প্রকাশ করেছেন সেটি হচ্ছে কম সময়ে গন্তব্যে ফেরা। আমরা শহর কিংবা গ্রাম এলাকায় খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছি মোটরবাইকের মাধ্যমে। সব কিছু মিলে বলা যায় সময়টা দারুন যাচ্ছে বাইকারদের জন্য।
প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে বাংলাদেশও পিছিয়ে নেই কেননা আজকাল অনেকেই এখন অনলাইনে ঘরে বসে মোটরসাইকেল ক্রয় বিক্রয় করছেন। আমরা যখন পুরাতন বা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করি তখন আমাদের সেই মোটরসাইকেলের মালিকানা নিজের নামে করার প্রয়োজন হয়। গাড়ি ক্রয় বিক্রয়ের পর প্রথম শর্তটিই হচ্ছে গাড়ির মালিকানা বুঝে নেয়া, কিন্তু আপনি কি জানেন? মোটরসাইকেল মালিকানা পরিবর্তন ফি (সংশোধিত) ২০২৩ অনুযায়ী কত সি সি র জন্য কত টাকা ব্যাংক জমা দিতে হয়? তাহলে চলুন নিচের তালিকা থেকে জেনে নেই---
মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের জন্য নির্ধারিত ফি সমূহঃ
** ০ হইতে ১০০ সি সি র জন্য ব্যাংক জমা (নাম্বার প্লেট সহ)
মালিকানা ফি = ২,১২৮/- টাকা।
ডিজিটাল নাম্বার প্লেট =২,২৬০/- টাকা।
ডিজিটাল ব্লুবুক = ৫৫৫/- টাকা ।
প্রতিলিপি ফি = ৩৪৫/- টাকা।
** সর্ব মোট =৫২২৮/- টাকা ।
** ১০০ হইতে ১৫০ সি সি র জন্য ব্যাংক জমা (নাম্বার প্লেট সহ)
মালিকানা ফি = ২,৬৬৫/- টাকা।
ডিজিটাল নাম্বার প্লেট = ২,২৬০/- টাকা।
ডিজিটাল ব্লু বুক = ৫৫৫/- টাকা।
প্রতিলিপি ফি = ৩৪৫/- টাকা।
** সর্ব মোট =৫৮২৫/- টাকা ।
** ০ থেকে ১০০ সি সি র জন্য ব্যাংক জমা (নাম্বার প্লেট ছাড়া)
মালিকানা ফি = ২,১২৮/- টাকা।
ডিজিটাল ব্লু বুক = ৫৫৫/- টাকা।
প্রতিলিপি ফি = ৩৪৫/- টাকা।
** সর্ব মোট =৩০২৮/- টাকা ।
** ১০০ থেকে ১৫০ সি সি র জন্য ব্যাংক জমা (নাম্বার প্লেট ছাড়া)
মালিকানা ফি = ২,৬৬৫/- টাকা।
ডিজিটাল ব্লু বুক = ৫৫৫/- টাকা।
প্রতিলিপি ফি = ৩৪৫/- টাকা।
** সর্ব মোট =৩৫৬৫/- টাকা ।
গাড়ি ক্রয় করার সাথে সাথে গাড়ির সকল কাগজপত্র বুঝে নিন এবং গাড়ির মালিক সঠিক কিনা যাচাই করুন।
![]() |
![]() |