শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ


৫ অক্টোবর ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ণ 

বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। যেটি ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার ১৩তম আসর হিসেবে ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে এ মাঠেই।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী এই ম্যাচটি ফ্রি টিকিটে গ্যালারিতে বসে দেখতে পারবেন। ভারতে ক্ষমতাসীন নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিট তুলে দেওয়ার পাশাপাশি চা ও লাঞ্চের কুপনও দিয়েছেন। তবে অন্য এক সংবাদমাধ্যমে জানা গেছে, সব টিকিট বিক্রি না হওয়ার কারণে ভারতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। যেখানে আসনসংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচটি দিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০মিনিটে শুরু হবে।

ইংল্যান্ড স্কোয়াড: 

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনসন, রিস টপলি ও ডেভিড উইলি

নিউজিল্যান্ড স্কোয়াড: 

ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, টিম সাউদি, মিচেল স্যান্টনার ও জেমস নিশাম