রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

কানাডায় প্রবল বৃষ্টিপাতে চারজন নিখোঁজ


ডেস্ক সংবাদ, আজকের প্রসঙ্গ

২৩ জুলাই ২০২৩, ৩:২৪ অপরাহ্ণ 

কানাডায় প্রবল বৃষ্টিপাতে চারজন নিখোঁজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন
নোভা স্কটিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দুই শিশুসহ কানাডার চারজন নিখোঁজ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দেশটির কর্মকর্তারা বলছেন যে আটলান্টিক অঞ্চলে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হয়েছে যার ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

বিপজ্জনক অবস্থার কারণে নিখোঁজদের অনুসন্ধানে যোগ না দেওয়ার জন্য বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিশু একটি গাড়িতে ছিল যেটি বন্যার পানিতে তলিয়ে গেছে। গাড়িতে থাকা অন্য তিনজন বেড়িয়ে যেতে সক্ষম হয়।তারা যে গাড়িতে ছিল সেটিও ডুবে যাওয়ার পর একজন পুরুষ ও এক যুবক নিখোঁজ রয়েছে। গাড়ি থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

নোভা স্কটিয়াতে রাস্তাগুলি ভেসে গেছে এবং সেতুগুলি দুর্বল হয়ে পড়েছে, যেখানে কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন বলেছেন, "আমাদের একটি ভীতিকর, তাৎপর্যপূর্ণ পরিস্থিতি রয়েছে। অন্তত সাতটি সেতু প্রতিস্থাপন বা পুনর্নির্মাণ করতে হবে৷” তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, "বাড়ির সম্পত্তির ক্ষতি বেশ অকল্পনীয়। জল কমতে কয়েক দিন সময় লাগতে পারে।”

৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে তিনি বন্যা নিয়ে খুব উদ্বিগ্ন। এনভায়রনমেন্ট কানাডা বলছে, প্রদেশের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।