ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ১০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
২৪ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ
কিছুদিন পরপর তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ওই অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে তুলছে। শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি ভূখন্ডটির আশপাশে চীনের সামরিক কার্যকলাপ বেড়ে গেছে। এসব ঘটনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে।
তাইওয়ান আরও দাবি তুলেছে যে, গেল দুই সপ্তাহে যুদ্ধবিমান, ড্রোন, বোমারু বিমান এবং অন্যান্য বিমানের পাশাপাশি যুদ্ধজাহাজ এবং চীনের বিমানবাহী রণতরী দিয়ে ওই অঞ্চলের খুব কাছাকাছি তাদের কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
এদিকে চীন সবসময় তাইওয়ানকে তাদের নিজেদের অংশ বলে বিবেচনা করে। অন্যদিকে তাইওয়ানও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে দীর্ঘ সময় ধরে। গত কয়েক বছর ধরেই নিজেদের সার্বভৌমত্ব দাবি এবং তাইপেইকে চাপে রাখার জন্য ওই দ্বীপের চারপাশে মহড়া চালিয়ে আসছে চীন।
পার্লামেন্টে বৈঠকের পর এ বিষয়ে জানতে চাওয়া হলে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুয়ো-চেং বলেন, 'এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমরা খুবই চিন্তিত।' তিনি আরও বলেন, চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের যুদ্ধজাহাজগুলো তাইওয়ানের পূর্ব উপকূলে একসঙ্গে কাজ করছে। এর ফলে দুই পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতির ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তবে কেন তারা তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া জোরদার করে আসছে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা রুটিনমাফিক বড় ধরনের সামরিক মহড়া চালিয়ে থাকে।
তাইপে আশঙ্কা করছে, ২০২৫ সালের ভেতর চীন এই ভূখন্ডে সর্বাত্মক আক্রমণ চালাতে পারে। এমন মন্তব্য করেছেন দ্বীপটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং। চীন ও তাইয়ানের সাম্প্রতিক উত্তেজনা গত ৪০ বছরে দেখা যায়নি বলেও জানান তিনি। 'চায়না টাইমসে' গত বুধবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী এসব মন্তব্য করেন। চিউ বলেন, 'তাইওয়ানে হামলা চালাতে চীন এখনই সক্ষম। তবে বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে এই মুহূর্তে যুদ্ধের সূত্রপাত করবে না বেইজিং। তাইওয়ানে আক্রমণ চালাতে নিজেদের পুরোপুরি প্রস্তুতে দেশটির আরও তিন বছর সময় লাগবে। অন্যদিকে, গত মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছিলেন, 'তাইওয়ান মোটেই দুঃসাহসী নয়। আমরা নিজেদের আত্মরক্ষার স্বার্থে সবকিছু করতে প্রস্তুত।
সম্প্রতি ৮.৬ বিলিয়ন ডলারের বিশেষ প্রতিরক্ষা বাজেট বিল পর্যালোচনা করে দেখছে তাইওয়ানের পার্লামেন্ট। এই বাজেটের দুই-তৃতীয়াংশ স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের মতো জাহাজবিধ্বংসী অস্ত্রের পেছনে ব্যয় করা হবে। এছাড়া এই অর্থ দিয়ে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানিয়েছে তাইওয়ান সরকার। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ সংসদীয় এক কমিটিকে সাম্প্রতিক পরিস্থিতি 'ভীষণ গুরুতর' বলে অভিহিত করেছেন।
তাইওয়ানের সেনাবাহিনীতে ৪০ বছর আগে যোগ দেন চিউ। তার ভাষ্য, চলমান পরিস্থিতি সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর কখনো দেখেননি। তিনি জানান, স্পর্শকাতর তাইওয়ান প্রণালিজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ভাষ্য, 'চীনের সামরিক হুমকি ও উসকানি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।