শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

টেলর সুইফটের আহ্বানে সাড়া দিয়ে নিবন্ধিত হল ৩৫ হাজার নতুন ভোটার


২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ 

টেলর সুইফটের আহ্বানে সাড়া দিয়ে নিবন্ধিত হল ৩৫ হাজার নতুন ভোটার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

এই সময়ের অন্যতম সেরা গায়িকা - পপতারকা টেলর সুইফট। যার সুর ও কণ্ঠের জাদুতে মুগ্ধ বিশ্বের বিনোদন প্রেমী কোটি শ্রোতা। টেলরের জনপ্রিয়তার পারদ এতটাই তুঙ্গে যে সম্প্রতি নিজের ইরাস ট্যুরের মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এবার তার আহ্বানে সাড়া দিয়ে দেশের ভোটিং রেজিস্ট্রেশনেও তুমুল সাড়া পড়েছে।

টেলর সুইফটের আবেদনে সাড়া দিয়ে ৩৫ হাজার নতুন ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় ভোটার নিবন্ধন দিবস উপলক্ষে গায়িকা তাঁর ইনস্ট্রাগ্রামে একটি পোষ্ট করেছিলেন। নিজের ২৭২ মিলিয়ন অনুসারীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন করার আহ্বান জানান টেলর। ইনস্টাগ্রাম স্টোরিতে গায়িকা লেখেন, “আপনি কি ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন?” এরপর Vote.org-এর একটি লিঙ্ক শেয়ার করেন গায়িকা। খবরটি সাথে সাথে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

আর তাতেই গায়িকার ভক্ত অনুরাগীরা তার আহ্বানে দুর্দান্ত সাড়া দেন। Vote.org-এর কমিউনিকেশন ডিরেক্টর নিক মরো’র মতে, সুইফটের পোস্টের পর প্রতি আধ ঘণ্টায় গড়ে ১৩ হাজার ব্যবহারকারী সেই ওয়েবসাইটে প্রবেশ করেছে। পরের দিন Vote.org-এর সিইও আন্দ্রেয়া হেইলি এক্সে (টুইটার) আরও বিস্তারিত বিবরণ শেয়ার করেছেন।


তিনি বলেন যে সুইফটের পোস্টের ফলে ৩৫ হাজার নতুন ভোটার নিবন্ধিত হয়েছে। ২০২২ সালের তুলনায় ২২.৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে তাদের সাইটে। ১৮ বছর বয়সীদের নিবন্ধন গত বছরের তুলনায় ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৫০ হাজার ব্যবহারকারী তাদের নিবন্ধন স্ট্যাটাস যাচাই করেছেন। সুইফট অতীতে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শেয়ার করা থেকে বিরত ছিলেন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনের রাষ্ট্রপতি প্রতিযোগিতার সময় টেলরের কিছু মতামত ভক্তদের কাছে সমালোচনার জন্ম দিয়েছিল। তবে ২০১৮ সালে তিনি তার নীরবতা ভেঙ্গে প্রকাশ্যে টেনেসির ডেমোক্রেটিক সিনেট প্রার্থী ফিল ব্রেডসেনকে সমর্থন করেছিলেন এবং রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী তৎকালীন মার্কিন প্রতিনিধি মার্শা ব্ল্যাকবার্নকে তার নারী-বিরোধী অবস্থানের জন্য নিন্দা করেছিলেন। এরপর ২০২০ সালে রাষ্ট্রপতি নির্বাচনেও রাষ্ট্রপতি জো বাইডেনকে সমর্থন করেছেন সুইফট।