মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

জাপার রওশন পন্থিদের নতুন কমিটি ঘোষণা


৯ মার্চ ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ 

জাপার রওশন পন্থিদের নতুন কমিটি ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় পার্টির (জাপা) রওশন পন্থিরা দশম জাতীয় কাউন্সিলের মাধ্যমে তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেছেন।

আজ শনিবার (৯ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

নতুন কমিটিতে আগামী ৩ বছরের জন্য দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। পার্টির প্রধান নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, আর কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।

অন্য ৫ কো-চেয়ারমান হলেন, শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন ও সুনীল শুভ রায়।

সুনীল শুভ রায় জাতীয় পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।