বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

হিমাগার মালিককে জরিমানা


২০ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ 

হিমাগার মালিককে জরিমানা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হাফিজার রহমান আলুর বীজ হিমাগারের মালিক ও দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ব্ন্যা।  মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সন্ধা ৭ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একাধিক অনিয়মের কারনে হিমাগার মালিক আশরাফ আলী তালুকদার ও দুই ব্যবসায়ীর এ জরিমানা আদায় করেন তিনি।

 জানাগেছে, ওই হিমাগারে আলু বীজ সংরক্ষনের জন্য কৃষি বিপননের সনদ, হাল নাগাদ ট্রেডলাইসেন্স না থাকা ও আলু মজুদ এবং বিক্রি রেজিস্টারে হিসাবে গড়মিলের কারনে হিমাগার মালিকের ২৫ হাজার এবং নির্ধারিত মূল্যে ক্রয়বিক্রয় চালান ছাড়া কেনাবেচার কারনে  অন্য দুই ব্যবসায়ী, একজনের ১০ হাজার এবং অপর জনের ৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা, কৃষি অফিসার জাহিদুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির মেহেদী হাসান প্রমুখ।


এছাড়াও প্রচুর চাহিদা থাকার কারণে আলুর বীজ নিয়ে নানান রকমের কারসাজি চলছে বহুদিন ধরে। একজন হিমাগারের মালিক থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বিক্রেতা সবাই যেন একি সুতোয় বাঁধা।