সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

মিরপুরের নিউ প্রিন্স বেকারীকে জরিমানা


১৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ 

মিরপুরের নিউ প্রিন্স বেকারীকে জরিমানা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী মিরপুরের শাহ আলী থানা সংলগ্ন গোলারটেক এলাকার নিউ প্রিন্স বেকারীকে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে  জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে ‘নিউ প্রিন্স বেকারী এর মালিক মো. সাইফুল ইসলাম দাবি করেন যে, কারখানার পরিবেশ খারাপ হলেও আমাদের পণ্য ভালো। সেসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। আজ (১৮ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করে। 

বেকারীর মালিক সাইফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বেকারীর পরিবেশটা খারাপ কিন্তু আমাদের মাল (পণ্য) ভালো। আমাদের মাল খুবই ভালো। হয়তো আমাদের পরিবেশটা একটু অপরিষ্কার, কিন্তু মাল ভালো। এছাড়া, আমরা পরিষ্কার করাচ্ছি। কারণ, আমরা প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি করে দিচ্ছি। আমাদের এখানে বাসি কোন মাল নাই। আমরা চাই কারখানা আরও পরিষ্কার ও ভালো করা দরকার। কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারছি না।

তিনি আরও বলেন,আমরা প্রতিদিনই কারখানা পরিষ্কার করি। কিন্তু কাজ করতে গেলে একটু তো অপরিষ্কার হবেই। আমাদের কর্মীরা সবকিছুই পরিষ্কার করে কিন্তু টাকার অভাবে চাইলেও অনেক কিছু পারি না। আমরা খুব সংকটে আছি। এই বেকারীতে আমাদের কোন লাভ হচ্ছে না বরং আরও লস হচ্ছে। কিন্তু এই ব্যবসা তো না করেও পারছি না। কারণ, মার্কেটে আমরা এখনও অনেক টাকা পাবো। এজন্যই চাইলেই ব্যবসা বন্ধ করতে পারছি না। তবে আমরা কোন দুই নম্বর বা নকল পণ্য ব্যবহার করছি না।