ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ অপরাহ্ণ
ঝালকাঠি ডিসিপার্কে প্রকাশ্যে দিবালোকে সোলেমান হোসেন শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করে পালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত সোলেমান হোসেন শুভ সদর উপজেলার ছত্রকান্দা এলাকার মৃত অহেদ আলী হাওলাদারের একমাত্র ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।
আহত যুবকের বন্ধু আলিফ বলেন, একসাথে ডিসিপার্কে ঘুরতে এসেছি। আমি পাশে চায়ের দোকানে যাওয়ার পর পরই ১০-১২ জন যুবক থাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তাদের কাউকে আমি চিনতে পারি নাই। এ ঘটনার সময় আমি চায়ের দোকানে ছিলাম। প্রেম সংক্রান্ত বিষয়ে থাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এসেছি।
আহত যুবকের চাচা বলেন, শুভ তার মাকে নিয়ে ঢাকায় থাকেন। এইচএসসি পরীক্ষা শেষ করে গত শুক্রবার বাড়িতে বেড়াতে আসেন। কে বা কারা কি কারণে এমন নির্মম ভাবে কুপিয়ে জখম করেছে তা জানি না। আহত যুবক সোলেমান হোসেন শুভ মুমূর্ষু অবস্থায় আহসান কবির নামে একজনের কথা বলে অজ্ঞান হয়ে পড়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরিভিত্তিতে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসক জানায়, পিঠে দুটি, বুকে একটি ও মাথায় একটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝালকাঠির সদর থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি ভুক্তভোগীর পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।