খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ
পটুয়াখালী কলাপাড়ায় ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এর আগে দুপুর ৩টায় ফুটবল ইভেন্টের ফাইনাল খেলায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় একাদশ ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় একাদশকে ৩/২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোঃ গোলাম মোস্তফা,খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, কলাপাড়া বন্দর ব্যাবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ মো.মাইনুল ইসলাম, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইব্রাহীম, লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জুনায়েত খান, শিশু পল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.মহিউদ্দিন ভূইয়া, ধানখালী এএস এইচ আশ্রাফ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন তালুকদার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী অভিভাবক এবং দর্শকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব গঠনে উপযোগী করে গড়ে তোলা হয়।