সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ 

জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় মনোজ চন্দ্র মিস্ত্রি নামে এক অটো চালকের জমি দখল এবং তাকে মিথ্যা মামলা দিয়ে  হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে নাগরিক উদ্যোগ নামে একটি সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । 

বাংলাদেশের কমিউনিষ্টপার্টি  খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক ও নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , ন্যাপ নেতা খান মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো.রফিকুল ইসলাম,সংবাদকর্মী নয়নাভিরাম গাঈন, সমাজকর্মী উত্তম কুমার দাস প্রমুখ। 

বক্তারা  বলেন’ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের অধিবাসী অটোচালক মনোজ চন্দ্র মিস্ত্রির জমি একই এলাকার ভূমিদসু্যু মিলন গাজী জোরপূর্বক দখল  করে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। 

ভুক্তভোগী মনোজ চন্দ্র মিস্ত্রি বলেন, এ বিষয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করা সত্বেও মিলন গাজী ইউনিয়ন পরিষদের নোটিশ বার বার প্রত্যাখান করে আসছে। বরং আমার দস্তখত জাল করে জমির বায়নাপত্র হয়েছে বলে আদালতে মিথ্যা মামলা দাায়ের করেছে।

বক্তারা  আরো বলেন’ মনোজ চন্দ্র মিস্ত্র্রি গবীর মানুষ বিধায় সে অসহায় ,তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তারা অবিলম্বে  ভূমিদস্যু মিলন গাজীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।