মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক কর্মশালা


১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ণ 

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক কর্মশালা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর, লাতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশগ্রহন করেন।

কর্মশালায় গ্রামীন কৃষি উন্নয়নসহ ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ’র পরিবর্তন প্রকল্পের কাজের আগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা। 

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল খাঁন, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আখতার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ মনিটরিং ম্যানেজার জেমস লিটন হালাদার, প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, মাহামুদা মুক্তা, মনিটরিং অফিসার বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।