বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ
পটুয়াখালীর কলাপাড়ায় নারগিস বেগম (২৩) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে। শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল রবিবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে স্থানীয়রা কলাপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার কর। মৃত নারগিস বেগম ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
আনোয়ার হোসেন জানান, রাজিব নেশাগ্রস্থ ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে সে বেশ কয়েকবার চাপ প্রয়োগ করে আসছিলো। পরে পিতা আনোয়ার হোসেন রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেন। শনিবারও তুচ্ছ ঘটনায় রাজিব ক্ষ্যান্ত না হয়ে তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।