জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ণ
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেকে পাশ হলে আগামী বছর আমরা স্থায়ী কাজ শুরু করবো।
তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশও এর বিচ্যুতি ঘটেনি। তার পরও প্রধানমন্ত্রীর নের্তৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। গতকাল রবিবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভা উদ্বোধন করেন। কুয়াকাটায় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ সহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।