৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ণ
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি ওই আগ্রহের কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গতকাল সকালে ভারতের নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এক বৈঠকে সৌদি আরবের যুবরাজ ওই আশ্বাস দেন।
যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে তাঁর পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। প্রায় ২৮ লাখ বাংলাদেশি কঠোর পরিশ্রম করে সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
যুবরাজ সালমান রিয়াদ ‘এক্সপো ২০৩০’ আয়োজনে সৌদি আরবের প্রস্তাবকে সমর্থন করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে যোগদান শেষে গতকাল বিকেলে নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বেলা ৩টা ৩৮ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, স্থানীয় সময় বেলা ১টা ৮ মিনিটে ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে।